সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

পাড়া-মহল্লায় চলছে পশু কোরবানি

Nasir Uddin | প্রকাশিত: ৭ জুন ২০২৫, ০৭:৫২

ফাইল ছবি

সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদের নামাজ আদায় শেষে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পাড়া-মহল্লায় শুরু হয়েছে পশু কোরবানি। শনিবার (৭ জুন) পুরো রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। সকাল সাতটায় ঈদের প্রথম জামাতের পর পরই শুরু হয় কোরবানি। সামর্থ্য অনুয়ায়ী পশু কোরবানি দিচ্ছেন ধর্মপ্রাণ মুসলমানরা। আবহাওয়া অনুকুলে থাকায় পশু কাটার কাজ ব্যাহৃত হচ্ছে না।

সরেজমিনে ঢাকার প্রতিটি অলিগলিতেই পশু কোরবানির দৃশ্য চোখে পড়ে। কোথাও বাসার নিচের গ্যারেজে, কোথাও বাসার সামনের রাস্তায়, আবার কোথাও এলাকার ফাঁকা মাঠের মধ্যে পশু কোরবানি চলছে।

এদিকে, পশুর মাংস কাটতে কসাইরাও ব্যস্ত সময় পাড় করছেন। একটার পর একটা পশুর চামড়া ছাড়িয়ে মাংস প্রস্তুত করে দিচ্ছেন তারা। নিজেদের আনন্দ অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার।

এদিকে ঢাকার দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে দ্রুত পশুর বর্জ্য অপসারণে প্রস্তুত করা হয়েছে লোকবল। বিভিন্ন মোড়ে মোড়ে ছোট্ট ছোট্ট ভ্যান, কোদালসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে তাদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

শনিবার দেশজুড়ে পালিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তর উৎসব ঈদুল আজহা। ঈদ উপলক্ষে গত বৃহস্পতিবার থেকে টানা নয়দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এবছর নাড়ির টানে ঘরে মানুষকে সড়কে নাজেহাল হতে হয়েছে। ঘন্টারপর ঘন্টা বসে থেকে তারা গৌন্তব্যে পৌঁছেছেন।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top