বৃহঃস্পতিবার, ৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান খালেদা জিয়ার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ জুলাই ২০২৫, ১৪:৩৯

ছবি: সংগৃহীত

দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার—এই তিনটি শব্দ ঘিরেই গড়ে উঠেছিল বাংলাদেশের স্বপ্ন। আর সেই স্বপ্ন রক্ষায় এবার কণ্ঠ তুললেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

১ জুলাই, রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হলো—‘গণঅভ‍্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা। খালেদা জিয়ার বলেছেন: দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যেকোনো মূল্যে রক্ষা করতে হবে। সেই সঙ্গে আমাদের ভেতর ঐক্য বজায় রাখতে হবে।”

তিনি বলেন—গত ১৬ বছর ধরে আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংস করে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছে। কিন্তু ছাত্র-জনতার সম্মিলিত অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন ঘটেছে। তৈরি হয়েছে নতুন করে বাংলাদেশ গড়ার সুযোগ।

খালেদা জিয়া শহীদদের প্রতি শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা জানান। তিনি স্পষ্ট করে বলেন—গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার শিকারদের তালিকা প্রস্তুত করতে হবে। এবং নিশ্চিত করতে হবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচারের ব্যবস্থা।

খালেদা জিয়া বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে এবং সর্বোপরি—বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে হবে।

এটাই হয়তো সেই মুহূর্ত—যখন জাতীয় ঐক্যই পারে দেশকে এগিয়ে নিতে। সময়ের আহ্বান এখন স্পষ্ট—একতা, অধিকার ও গণতন্ত্রের পথে ফিরতে হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top