হাসিনা পতনের পরও গঠিত হয়নি নতুন বাংলাদেশ: নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ জুলাই ২০২৫, ১৭:২৮

হাসিনা গেছে, কিন্তু নতুন বাংলাদেশ এখনো আসেনি! এভাবেই নতুন স্বপ্নের ডাক দিলেন জাতীয় নাগরিক পার্টি—এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম। গাইবান্ধার জনসভা থেকে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন— শুধু স্বৈরাচার উৎখাত নয়, গঠন করতে হবে একটি নতুন, ন্যায়ের বাংলাদেশ।
নাহিদ ইসলাম বললেন, আমরা হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ত দিয়েছি, রাজপথে দাঁড়িয়েছি। কিন্তু শুধু একজন স্বৈরশাসকের পতনই তো সব নয়। প্রশ্ন হচ্ছে—নতুন বাংলাদেশ কোথায়?
তিনি আরও বলেন, জুলাই আন্দোলন শুধু ক্ষমতার পালাবদলের জন্য নয়। গাইবান্ধার মতো পিছিয়ে পড়া জেলার মানুষদের সাথে নিয়েই এবার গড়ব নতুন রাষ্ট্রের ভিত।
নাহিদ ইসলামের ভাষায়—জুলাই আন্দোলন আমাদের ভয় ভাঙিয়েছে, আমাদের শিখিয়েছে—কীভাবে নির্ভয়ে কথা বলতে হয়। জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নই পারে এই দেশে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে—যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে বলতে পারবে নিজের কথা, বাঁচতে পারবে নিজের মতো করে।
ভিডিওর শেষে নাহিদ ইসলাম আহ্বান জানান—নতুন রাষ্ট্র গঠনে এনসিপির বিকল্প নেই। আমাদের পাশে থাকুন। এই ছিল গাইবান্ধার জনসভা থেকে নতুন বাংলাদেশ গঠনের দৃঢ় প্রত্যয়।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।