চাঁদা নিয়ে বিতর্কে বৈষম্যবিরোধী আন্দোলনের তিন নেতা, গুলশান কাণ্ডে আলোচনার ঝড়
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫, ১৩:৪৬

ঢাকার গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাড়িতে গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল—এমন অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। আর এর মধ্যে তিনজন ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা।
আটক তিন নেতার নাম—ইব্রাহিম হোসেন মুন্না, সাকাদাউন সিয়াম, এবং সাদাব। এই ঘটনায় তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে সংগঠনটি। শনিবার রাতে সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়—সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং নীতিমালাবিরোধী কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম এই বহিষ্কারের অনুমোদন দেন।
এছাড়া আরও আটক হয়েছেন—সংগঠনের কেন্দ্রীয় ক্রীড়া সেলের সদস্য রিয়াদ ও আরেকজন আমিনুল ইসলাম। পুলিশ জানায়—সম্প্রতি তারা শাম্মী আহমেদের বাড়িতে গিয়ে চাঁদার দাবি করে এবং এর আগে ১০ লাখ টাকা নিয়েও গেছে।
শনিবার রাতে আবার যায় স্বর্ণালংকার আনতে। তখন বাড়ির লোকজন পুলিশে খবর দেয়, আর সেখান থেকে পাঁচজনকেই আটক করা হয়। গুলশান থানার ওসি হাফিজুর রহমান বলেন—তদন্ত চলছে, আটকদের জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানা হচ্ছে।
সংগঠনটি তাদের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে—এই বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখতে। এই ঘটনায় শিক্ষার্থী ও রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।