শুক্রবার, ১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

ফেব্রুয়ারিতে নির্বাচন হলে দ্বিধা কেটে পথ পরিষ্কার হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ জুলাই ২০২৫, ১৭:৩০

ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে দ্বিধা কাটিয়ে আমরা একটা জায়গায় পৌঁছাতে পারব।

বিএনপির শীর্ষনেতা জাতীয় প্রেসক্লাবে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া থাকা জরুরি। এ ছাড়া, গণতন্ত্রে তিক্ততা ও কাদা ছোড়াছুড়ি বাড়লে রাজনৈতিক পরিবেশ কলুষিত হবে।

ফখরুল আশা প্রকাশ করেন, দীর্ঘ লড়াইয়ের পর এখন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার নতুন সুযোগ এসেছে। তিনি বিশ্বাস করেন, নির্বাচনের মাধ্যমে জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করা সম্ভব।

তিনি আরও বলেন, সমাজে প্রত্যেকের মতামত প্রকাশের সুযোগ থাকা উচিত এবং প্রত্যেকের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। তবে আজকের বিশ্বে লিবারেল ডেমোক্রেসি ধীরে ধীরে দুর্বল হচ্ছে।

মির্জা ফখরুল উল্লেখ করেন, বিভিন্ন দেশের রাজনৈতিক পরিবর্তন ও প্রযুক্তির উন্নতির সাথে মানুষের মনোভাবও বদলাচ্ছে। তাই চলমান রাজনৈতিক কাঠামো পরিবর্তন ছাড়া রাজনীতিকে টিকিয়ে রাখা কঠিন।

এক বছরেও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের তালিকা না করতে অন্তর্বর্তী সরকারকে কঠোর সমালোচনা করেন তিনি। বলেন, যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, তাদের পুনর্বাসনের ব্যবস্থা এখনও হয়নি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top