সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২

হামলা ও লুটপাটের পর ফ্রিজ-টিভি ক্রয়: ধরা পড়ল ৯ আসামি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ১৩:৩১

সংগৃহীত

প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট এবং উদীচীতে হামলার ঘটনায় বড় অ্যাকশনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে ৩১ জনকে!

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে, সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে ৯ জনকে। এদের মধ্যে চিহ্নিত ৭ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন কাশেম ফারুক, সাইদুর রহমান, রাকিব হোসেন, মো. নাইম, ফয়সাল প্রান্ত, সোহেল রানা এবং শফিকুল ইসলাম। এর মধ্যে নাইমের কাছ থেকে উদ্ধার করা হয়েছে লুট হওয়া ৫০ হাজার টাকা ও লুণ্ঠিত অর্থে কেনা ফ্রিজ-টিভি!

ভিডিও ফুটেজে দেখা গেছে, গ্রেপ্তারকৃত রাকিব হোসেন সরাসরি অগ্নিসংযোগে অংশ নেন এবং পরে সেই ধ্বংসস্তূপের ছবি ফেসবুকে পোস্ট করেন। অন্যদিকে, সোহেল রানার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে।

পুলিশ জানিয়েছে, চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনারের বাসভবনের সামনে বিশৃঙ্খলাকারীদেরও ৩ জনকে শনাক্ত করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top