বুধবার, ৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

মানিক মিয়ায় গ্যাস বেলুন বিস্ফোরণ, একটি ভুল... ১১ জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ আগষ্ট ২০২৫, ১৭:১৪

ছবি: সংগৃহীত

মানিক মিয়া অ্যাভিনিউ। ৫ আগস্ট, দুপুর ২টা। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান। শোভাবর্ধনের জন্য আনা হয়েছিল রঙিন গ্যাস বেলুন। সেই বেলুনই এক মুহূর্তে হয়ে উঠল বিস্ফোরকের মতো ভয়ংকর।

হঠাৎ ঘটে বিস্ফোরণ। ঝলসে যায় আশপাশের অন্তত ১১ জন মানুষ। দগ্ধদের উদ্ধার করে নেওয়া হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

আহতদের মধ্যে রয়েছেন—মনসুর ইসলাম, মিশু, আশিক, হাবিব, মেহরাজ, রাহাত, মাজহারুল, বেল্লাল, নয়ন, ইয়াসিন এবং মিহাদ। তাদের সবার হাত ও মুখে দগ্ধের চিহ্ন। তবে সৌভাগ্যক্রমে— কেউই আশঙ্কাজনক নন।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানিয়েছেন—
দগ্ধদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আপাতত সবাই সেফ জোনে আছেন।

প্রতিটি উৎসব, প্রতিটি আয়োজন—হোক তা স্মরণে বা উদযাপনে, নিরাপত্তা যেন সবসময় থাকে অগ্রভাগে। একটা বেলুনের ভেতর লুকিয়ে থাকতে পারে অনাকাঙ্ক্ষিত ট্র্যাজেডি। সাবধানতা—হতেই পারে বাঁচার সবচেয়ে জরুরি অস্ত্র।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top