গণতন্ত্রের ভীত শক্তিশালী করার আহ্বান তারেক রহমানের
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ আগষ্ট ২০২৫, ১৬:২৩

বাংলাদেশের প্রতিটি মানুষই পরিবর্তন চায়—এ কথা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্রের ভীত স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে মজবুত করতে হবে।
শনিবার বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাব–এর সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, গণতন্ত্রের ভিত্তি ধীরে ধীরে শক্তিশালী করতে হবে। সঠিক ও স্বচ্ছ ব্যবস্থা গড়ে তুলতে পারলে জবাবদিহিতা ও গ্রহণযোগ্যতা তৈরি হবে।
তারেক রহমান আরও জানান, দু’বছর আগেই বিএনপি তাদের ৩১ দফায় প্রায় সব সংস্কার প্রস্তাব দিয়েছে। আগামী নির্বাচনে বিএনপিই মানুষের পছন্দের শীর্ষে—তাই দলটি চায় স্বচ্ছতার মাধ্যমে জবাবদিহিতার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে।
তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের মানুষ বুক ভরে শ্বাস নিয়েছে, নিরপেক্ষ মানুষও বিএনপির কাছে ইতিবাচক পরিবর্তনের আশা করছে। এজন্য দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা বাড়াতে হবে।
একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পারস্পরিক হিংসার কালচার দেশকে ধ্বংস করেছে—এ মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।
তারেক রহমান, যাকে অনেকেই ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে দেখেন, বলেন—শুধু ভোটের অধিকার নয়, মানুষের সব অধিকার নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।