দিল্লিতে শেখ হাসিনার প্রভাবশালী কার্যালয়, ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৩

ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত লুটিয়েন্স বাংলো জোনে একটি দোতলা ভবন থেকে পরিচালিত হচ্ছে আওয়ামী লীগের সিআরআই, বা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে, সায়মা ওয়াজেদ পুতুল এই প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনা করছেন।

প্রতিষ্ঠানটি মূলত অন্তর্বর্তী সরকার, বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির বিরুদ্ধে সাইবার প্রচার–প্রচারণা চালাচ্ছে। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এবং এআই-ভিত্তিক ভিডিও ক্লিপের মাধ্যমে জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করা এবং রাজনৈতিক প্রতিপক্ষকে ক্ষতিগ্রস্ত করাই লক্ষ্য।

সিআরআই’র এই কার্যক্রমের সঙ্গে জড়িত রয়েছেন শেখ পরিবারের বিভিন্ন সদস্য। প্রতিষ্ঠানটি ভারতের থেকে পরিচালিত হলেও এর লক্ষ্য বাংলাদেশের রাজনীতি—প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনা।

সূত্র জানায়, দেশের শিক্ষাঙ্গন, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রকে ব্যবহার করে বিভিন্ন প্রোপাগান্ডা চালানো হচ্ছে। এ পরিকল্পনার মাধ্যমে জুলাইয়ের গণ-অভ্যুত্থানের শক্তির মধ্যে বিভাজন সৃষ্টি এবং বড় ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হচ্ছে। এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসায় বাংলাদেশে রাজনৈতিক প্রভাব ও সাইবার যুদ্ধ নিয়ে নতুন প্রশ্ন উঠেছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top