মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২

গোপালগঞ্জ দ্বন্দ্ব আড়ালেই আমাকে ফের আইজিপি করা হয়: মামুন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৪

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন জানিয়েছেন— তার আপত্তি সত্ত্বেও পুলিশে গোপালগঞ্জ দ্বন্দ্ব আড়ালে রাখতে তাকে ফের আইজিপি করা হয়েছিল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাজসাক্ষীর জেরায় তিনি বলেন— চাকরির মেয়াদ শেষে দুই দফা এক্সটেনশন দেওয়া হয় তাকে। প্রথমবার রাজি থাকলেও দ্বিতীয়বার তিনি রাজি ছিলেন না।

মামুন আরও জানান, ২০১৮ সালের নির্বাচনে কারচুপিতে সহযোগিতার কারণে অনেক পুলিশ অফিসার বিপিএম ও পিপিএম পদক পেয়েছিলেন। তিনিও কয়েকটি পদক পান, তবে সেগুলো কেন দেওয়া হয়েছিল তা নিশ্চিত নন।

তিনি দাবি করেন— ২০১৮ সালের পর পুলিশে রাজনৈতিক হস্তক্ষেপ আরও বেড়ে যায়। কিছু অফিসার চেইন অব কমান্ড ভঙ্গ করে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় রাতে বৈঠক করতেন, যদিও তিনি এসব বৈঠকে যোগ দেননি।

তার ভাষায়— সততা ও দক্ষতার কারণে তাকে আইজিপি করা হলেও, মূলত বাহিনীর সুনাম রক্ষা ও দ্বন্দ্ব গোপন করতেই দ্বিতীয়বার এক্সটেনশন দেওয়া হয়েছিল।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top