ফাঁসির রায় ১৭ নভেম্বর: ১৯৬৭ সালের একই দিনে ছিল বিবাহবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ১৯:০২

সংগৃহীত

বাংলাদেশের ইতিহাসে এক বিরল কাকতালীয় ঘটনা। জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার দিনটি, তার বিবাহবার্ষিকীর দিন।

১৯৬৭ সালের এই ১৭ নভেম্বর দিনটিতেই তিনি পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ আলী মিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ৫৯ বছর পর একই দিনে এলো এই ঐতিহাসিক রায়।

ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন প্যানেল এই রায় ঘোষণা করেন। শেখ হাসিনার বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগের মধ্যে দুইটিতে মৃত্যুদণ্ড এবং একটিতে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।

এই মামলার অপর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দেওয়া হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড।

পলাতক শেখ হাসিনা ও কামাল দুজনই এখন ভারতে অবস্থান করছেন। এই রায় ঘিরে দেশে ও বিদেশে তীব্র রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top