রাজশাহীতে হাদির হত্যার প্রতিবাদে ছাত্র-জনতার বিক্ষোভ, আ.লীগ কার্যালয় ভেঙে দেওয়া হল
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:০৪
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি নিহতের প্রতিবাদে রাজশাহীতে উত্তাল হয়ে উঠেছে জনতা। বিক্ষুব্ধ শিক্ষার্থী ও সাধারণ মানুষ বুলডোজার দিয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে জোহা চত্বর থেকে মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। এতে রাকসু, ইসলামী ছাত্রশিবির এবং সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে গিয়ে অবস্থান নেয়।
রাত সাড়ে ১১টার দিকে ‘আধিপত্যবাদবিরোধী শিক্ষার্থী’ ব্যানারে তারা রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জড়ো হন। এরপর ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ স্লোগান দেওয়ার সঙ্গে বুলডোজার ব্যবহার করে কার্যালয় ভেঙে দেওয়া হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন রাকসু ভিপি ও রাবি ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, রাকসু ভিপি সালাহউদ্দিন আম্মার, এবং রাবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল।
শিক্ষার্থীরা ‘হাদি ভাই মরল কেন, ইন্টেরিম জবাব দে’, ‘রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন’ সহ বিভিন্ন আওয়ামী লীগ ও ভারতবিরোধী স্লোগান দেন। তারা অবিলম্বে হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।