শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২

হাদি ছিলেন বিপ্লবী রক্তে উজ্জীবিত প্রতিবাদের এক আইকন: প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:৫৩

ছবি: সংগৃহীত

শরিফ ওসমান হাদি ছিলেন বিপ্লবী রক্তে উজ্জীবিত প্রতিবাদের এক আইকন, মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, হাদি শুধু প্রতিবাদের প্রতীকই ছিলেন না, তিনি দেশপ্রেম, ধৈর্য ও দৃঢ়তার এক অনন্য দৃষ্টান্তও স্থাপন করেছেন।

ড. ইউনূস বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে ভাষণে জানান, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মারা গেছেন। তিনি বলেন, "ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।"

প্রধান উপদেষ্টা জানান, হাদির অকাল মৃত্যু দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে অপূরণীয় ক্ষতি। তিনি হাদির রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। সরকার শহিদ হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব গ্রহণ করবে।

হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

ড. ইউনূস জানান, শুক্রবার বাদ জুম্মা দেশের প্রতিটি মসজিদে হাদির রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। অন্যান্য ধর্মের উপাসনালয়েও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। তিনি সিঙ্গাপুর সরকারের চিকিৎসা সহায়তার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টা আশ্বাস দেন, হাদির হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। তিনি দেশের সব নাগরিককে ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানান।

ড. ইউনূস বলেন, "ওসমান হাদি ছিলেন পরাজিত শক্তি ফ্যাসিস্ট সন্ত্রাসীদের শত্রু। তার কণ্ঠ স্তব্ধ করার চেষ্টা ব্যর্থ হবে। গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না।"

তিনি আরও বলেন, শহিদ হাদির আদর্শ ও ত্যাগকে শক্তিতে পরিণত করতে হবে। অপপ্রচার ও গুজবে কান না দিতে হবে এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে। এটাই শহিদ হাদির প্রতি প্রকৃত শ্রদ্ধা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top