লন্ডনের পথে জুবাইদা রহমান: ফিরবেন তারেক রহমানকে নিয়ে!
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ১৪:০৬
হঠাৎ করেই লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। তবে এই যাওয়ার পেছনে রয়েছে দারুণ এক চমক!
আজ শনিবার সকাল সাড়ে ৮টায় কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
কেন এসেছিলেন ডা. জুবাইদা? মূলত ৫ ডিসেম্বর অসুস্থ শাশুড়ি বেগম খালেদা জিয়ার চিকিৎসার দেখাশোনা করতে তিনি দেশে এসেছিলেন। বর্তমানে বেগম জিয়ার অবস্থা স্থিতিশীল থাকায় তিনি ফিরছেন লন্ডনে।
তবে খবর এখানেই শেষ নয়! আগামী ২৫শে ডিসেম্বর তিনি আবার দেশে ফিরবেন। আর এবার তার সঙ্গে থাকছেন স্বামী তারেক রহমান এবং মেয়ে জাইমা রহমান।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।