বৃহঃস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২

আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেন: দেশে ফিরেই তারেক রহমানের বার্তা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৮

সংগৃহীত

হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ্‌! আপনি যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন।—মাতৃভূমিতে পা রেখেই স্রষ্টার প্রতি আত্মসমর্পণের এই গভীর বার্তা দিলেন তারেক রহমান।

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে আজ ২৫শে ডিসেম্বর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দুপুর ১টা ৩০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন তিনি। যেখানে পবিত্র কোরআনের আয়াতের মর্মার্থ তুলে ধরে ক্ষমতার ক্ষণস্থায়ী রূপের কথা স্মরণ করিয়ে দেন তিনি।

তারেক রহমান লেখেন—যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন আর যাকে ইচ্ছা আপনি হীন করেন। কল্যাণ আপনারই হাতে। দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর দেশের মাটিতে ফিরে তার এই উক্তি যেন বিগত দীর্ঘ সংগ্রামের এক আধ্যাত্মিক প্রতিফলন।

লন্ডন থেকে রওনা হয়ে আজ সকাল ৯টা ৫৬ মিনিটে সিলেট এবং বেলা ১১টা ৩৯ মিনিটে ঢাকার মাটিতে পা রাখেন তিনি। বিমানবন্দরে লাখো মানুষের জনসমুদ্র আর বাঁধভাঙা উচ্ছ্বাসের মাঝেও এই বিনয়ী বার্তা নেতা-কর্মীদের মাঝে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top