বেগম খালেদা জিয়ার জানাজা শেষে মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৮

সংগৃহীত

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।

জানাজার আগে খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি মরহুমার জন্য দোয়া প্রার্থনা করেন এবং বলেন, “যদি মরহুমা জীবিত থাকা অবস্থায় কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, তাহলে আমার সাথে যোগাযোগ করলে আমি পরিশোধের ব্যবস্থা করব ইনশা আল্লাহ। একই সঙ্গে, যদি কোনো আচরণ বা কথায় কেউ আঘাত পেয়ে থাকেন, মরহুমার পক্ষ থেকে ক্ষমাপ্রার্থী।”

আজকের জানাজায় লাখ লাখ মানুষ অংশগ্রহণ করেছেন। মানিক মিয়া অ্যাভিনিউকে কেন্দ্র করে শাহবাগ থেকে মোহাম্মদপুর পর্যন্ত জনতার ঢল নেমেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top