২০২৫ বিদায় নেবে যেভাবে, আকাশে তাকালেই বুঝবেন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭:০৯
২০২৫ বিদায় নেবে যেভাবে, আকাশে তাকালেই বুঝবেন
আজ রাতে আকাশের দিকে তাকাবেন তো? না তাকালে, একটা জিনিস মিস করতে যাচ্ছেন। নতুন বছরের আতশবাজি নয়। ফেসবুকের কাউন্টডাউনও নয়। ২০২৫–কে বিদায় জানাতে আজ আকাশেই লেখা আছে একটি গল্প।
শীতের রাতে আমরা অনেকেই আকাশ দেখি। কখনো চাঁদ। কখনো তারা। কিন্তু আজ যেটা দেখা যাবে, সেটা শুধু সুন্দর না—অসাধারণ। আজ রাতে চাঁদের পাশে দেখা যাবে ‘সেভেন সিস্টার্স’। একটি নক্ষত্রগুচ্ছ, যাকে জ্যোতির্বিজ্ঞানীরা বলেন—প্লিয়াডিস। এটা শুধু চোখের আনন্দ নয়। এটা একেবারে কসমিক মুহূর্ত।
প্লিয়াডিস পৃথিবী থেকে প্রায় ৪৪০ আলোকবর্ষ দূরে। খালি চোখে দেখা যায় ছয়টি তারা। কিন্তু বাস্তবে? হাজারো তারার পরিবার। বিজ্ঞানীরা বলছেন—এই নক্ষত্রগুচ্ছ ভাবনার চেয়ে প্রায় ২০ গুণ বড়। চারপাশে ছড়িয়ে আছে গ্যাস আর ধূলিকণা।
আজ, ৩১ ডিসেম্বর। প্রায় পূর্ণ চাঁদ প্লিয়াডিসের একেবারে পাশ দিয়ে যাবে। নীলাভ, ঝলমলে ছোট এক গুচ্ছ—চোখে পড়বেই। এই সাত তারা শুধু বিজ্ঞান নয়। এরা গল্প। গ্রিক পুরাণে সাত বোন—মায়া, ইলেকট্রা, আলসিয়োন, যাদের রক্ষা করতে দেবতা জিউস তাদের তুলে দিয়েছিলেন আকাশে।
আর শুধু গ্রিক নয়—আরবরা বলত আল-থুরাই। মাওরিদের কাছে মাতারিকি। হিন্দুদের কাছে কার্তিক। হাজার বছর ধরে মানুষ এই সাত তারায় খুঁজেছে সময়, ঋতু, পথ। সূর্যাস্তের এক থেকে তিন ঘণ্টা পর। পূর্ব থেকে দক্ষিণ-পূর্ব আকাশে তাকান। খালি চোখেই দেখা যাবে। বাইনোকুলার থাকলে—আরও পরিষ্কার।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।