“দেশপ্রেমী অবস্থান নিয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন খালেদা জিয়া: ফারুকী”
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, ১৪:১৪
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি নয়, বরং বাংলাদেশের রাজনীতিতে ‘বাংলাদেশ প্রথম’ দর্শনের দৃঢ় অবস্থানের স্মরণ হিসেবে দেখা হচ্ছে। তার প্রয়াণে দেশজুড়ে শোকের আবহ বিরাজ করছে।
অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছেন, খালেদা জিয়ার মৃত্যু রাজনৈতিক বাস্তবতায় একটি বড় পরিবর্তনের প্রতীক। ফারুকী বলেন, দীর্ঘদিন ধরে যারা জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রাজনীতিকে সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিকভাবে অবমূল্যায়ন করার চেষ্টা করেছিলেন, আজ তারা সেই বাংলাদেশপন্থী রাজনীতিকে উদযাপন করছেন।
তিনি আরও বলেন, সার্বভৌমত্ব এবং ‘বাংলাদেশ প্রথম’ নীতি উপেক্ষা করার সুযোগ আর নেই। এই উপলব্ধিই সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতার বড় শিক্ষা। ফারুকী উল্লেখ করেছেন, বেগম খালেদা জিয়া যে আদর্শ ও অবস্থানের জন্য দীর্ঘদিন সংগ্রাম করেছেন, তার ফল তিনি জীবদ্দশাতেই দেখতে পেরেছেন।
ফারুকী আরও বলেন, দেশের প্রশ্নে খালেদা জিয়ার অনমনীয় অবস্থানই তাকে আজকের প্রজন্মের কাছে প্রাসঙ্গিক করে তুলেছে।
উল্লেখ্য, দীর্ঘদিন নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন বেগম খালেদা জিয়া। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩০ ডিসেম্বর সকাল ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।