শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

পোস্টাল ব্যালট সময় ১২ ফেব্রুয়ারি আগে পৌঁছানো না গেলে ভোট গণনা হবে না

স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৬, ১২:৫৭

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা পোস্টাল ব্যালট ব্যবহার করবেন, তাদের জন্য নির্বাচন কমিশন (ইসি) সতর্ক করেছে যে, ব্যালট ১২ ফেব্রুয়ারি বিকেল ৪:৩০টার মধ্যে রিটার্নিং অফিসারের কাছে না পৌঁছালে ভোট গণনায় অন্তর্ভুক্ত হবে না। সংস্থাটি দ্রুত ব্যালট পাঠানোর জন্য ভোটারদের অনুরোধ করেছে।

শনিবার (২৪ জানুয়ারি) ইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা ভোটাররা ব্যালট প্রাপ্তির পর যত দ্রুত সম্ভব ভোট দিয়ে নিকটস্থ পোস্ট অফিস বা ডাক বাক্সে হলুদ খাম জমা দেবেন।

ইসি আরও জানিয়েছে, ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো না হলে, নির্ধারিত সময়ে রিটার্নিং অফিসারের কাছে পৌঁছানো নিশ্চিত নয়। তাই প্রবাসী ভোটারদের আগামী ২৫ জানুয়ারির মধ্যে ভোটদান কার্যক্রম সম্পন্ন করে ব্যালট পোস্ট করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এবারের নির্বাচনে দেশের ভেতরের তিন শ্রেণীর নাগরিক—সরকারি চাকরিজীবী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং কয়েদীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। এছাড়া ১২০টির বেশি দেশে অবস্থানরত প্রবাসীরাও ভোটাধিকার প্রয়োগ করবেন। সবমিলিয়ে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ১২ কোটি ৭৭ লাখের বেশি ভোটারের ভোটগ্রহণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top