সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

সংসদ নির্বাচনে নজর রাখবেন ৫৫ হাজার দেশি ও ৫০০ বিদেশি পর্যবেক্ষক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২৬, ১১:১৯

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে ব্যাপক পর্যবেক্ষণ ব্যবস্থার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই নির্বাচনে দেশি ও বিদেশি মিলিয়ে বিপুলসংখ্যক পর্যবেক্ষক মাঠে থাকবেন।

ইসির তথ্য অনুযায়ী, ৮১টি নিবন্ধিত দেশি সংস্থার মোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক ভোটকেন্দ্র পর্যবেক্ষণের দায়িত্ব পালন করবেন। পাশাপাশি বিদেশি পর্যবেক্ষক হিসেবে অংশ নেবেন প্রায় ৫০০ জন প্রতিনিধি।

সোমবার (২৬ জানুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে পর্যবেক্ষক সংক্রান্ত চূড়ান্ত তথ্য প্রকাশ করা হয়।

ইসি জানিয়েছে, দেশি পর্যবেক্ষক সংস্থাগুলোর মধ্যে কেন্দ্রীয় পর্যায়ের জন্য ৭ হাজার ৯৯৭ জন এবং স্থানীয় পর্যায়ে ৪৭ হাজার ৪৫৭ জন পর্যবেক্ষকের চাহিদা জানানো হয়েছে। কেন্দ্রীয়ভাবে মনোনীত পর্যবেক্ষকরা নিজ নিজ ভোটার এলাকার বাইরে থেকে পর্যবেক্ষণ করবেন, যাতে নিরপেক্ষতা নিশ্চিত করা যায়।

এর আগে রোববার রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত এক ব্রিফিংয়ে বিদেশি কূটনৈতিক মিশন ও জাতিসংঘ প্রতিনিধিদের সামনে পর্যবেক্ষক সংক্রান্ত এই তথ্য তুলে ধরেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোটাররা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তাদের মতামত প্রদান করবেন।

এনএফ৭১/এমএ



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top