সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

শহীদ বুদ্ধিজীবী প্রসঙ্গে বক্তব্যের প্রতিবাদে চবি উপ-উপাচার্যকে বয়কট

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ১৮:০২

সংগৃহীত

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খানকে ইতিহাস বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান থেকে বয়কট করেছেন বিভাগের শিক্ষার্থীরা। একই সঙ্গে ইংরেজি ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরাও এ প্রতিবাদে সংহতি প্রকাশ করেন।

সোমবার (১৫ ডিসেম্বর) ইতিহাস বিভাগ আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও বয়কটের মুখে উপ-উপাচার্য সেখানে যাননি। এ ছাড়া অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ইয়াহ্ইয়া আখতার এবং আরেক বিশেষ অতিথি উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক কামাল উদ্দিনও অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।

এদিকে, শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডকে ‘অবান্তর’ বলে মন্তব্য করার প্রতিবাদে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।

ইতিহাস বিভাগ সূত্রে জানা যায়, গতকাল রোববার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সহ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খান শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডকে ‘অবান্তর’ বলে মন্তব্য করেন। এ বক্তব্যের প্রতিবাদে ইতিহাস, অর্থনীতি ও ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা পৃথক বিবৃতি দেন।

ইতিহাস বিভাগের শিক্ষার্থী মাহমুদ ইমন জানান, উপ-উপাচার্যের বিরূপ মন্তব্যের কারণেই তাকে অনুষ্ঠানে বয়কট করা হয়েছে। প্রোগ্রাম চলমান থাকলেও উপ-উপাচার্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top