সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি মার্কিন দূতাবাসের
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ১৮:০১
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। সোমবার (১৫ ডিসেম্বর) প্রকাশিত এক সতর্কবার্তায় জানানো হয়, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ বাড়তে পারে।
সতর্কবার্তায় বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের বড় ধরনের জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এতে বলা হয়, শান্তিপূর্ণ উদ্দেশ্যে শুরু হওয়া কর্মসূচিও হঠাৎ সহিংসতায় রূপ নিতে পারে।
এ ছাড়া আশপাশের পরিস্থিতির প্রতি সচেতন থাকা, স্থানীয় গণমাধ্যম নিয়মিত পর্যবেক্ষণ করা এবং যেকোনো ধরনের ভিড় থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। জরুরি প্রয়োজনে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস বা যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগের সঙ্গে যোগাযোগ এবং স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রামে (এসটিইপি) নিবন্ধনের পরামর্শ দিয়েছে দূতাবাস।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।