কুমিল্লা-৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৫:২৯
কুমিল্লা-৩ (মুরাদনগর) সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র গ্রহণ করেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার পক্ষ থেকে কর্মী-সমর্থকরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং তিনি আসনের জন্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।
শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন এনসিপির মুরাদনগর উপজেলা প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক ও জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাহেব আলী। মিনহাজুল হক বলেন, “আসিফ মাহমুদ আমাদের কাছে তার জাতীয় পরিচয়পত্র পাঠিয়েছেন। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আমরা আশাবাদী, তিনি মুরাদনগর থেকে নির্বাচন করবেন।”
তিনি আরও জানান, এ সংক্রান্ত একাধিক অভ্যন্তরীণ বৈঠক হয়েছে এবং কোনো দলের সঙ্গে জোট হবে কি না, সেটিও দেখা হচ্ছে। মুরাদনগরের জনগণ এই আসন থেকে তাকে নির্বাচনে দেখতে চায়।
মুরাদনগর ইউএনও ও সহকারী রিটার্নিং অফিসার আব্দুর রহমান জানান, অফিস থেকে মনোনয়নপত্র নেওয়া হয়নি; সম্ভবত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ফরম সংগ্রহ করা হয়েছে। জেলা প্রশাসক রেজা হাসান বলেন, “সাবেক উপদেষ্টা নিজে উপস্থিত না থাকায় বিষয়টি আলাদাভাবে গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হয়নি। এ পর্যন্ত মোট ৯০টি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।