এনসিপি ছাড়লেন তাসনিম জারা, ঢাকা-৯ থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:৫৬

সংগৃহীত

এনসিপি ছেড়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। শনিবার (২৭ ডিসেম্বর) দলের একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, তিনি আসন্ন নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

দল ছাড়ার বিষয়টি নিশ্চিত করে এনসিপির দলীয় গ্রুপে তাসনিম জারা লিখেছেন, ‘প্রিয় সহযোদ্ধাগণ, আমি দল থেকে পদত্যাগ করেছি। গত দেড় বছরে আপনাদের থেকে অনেক কিছু শিখেছি। সেজন্য আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের জন্য শুভকামনা রইল।’

এদিকে শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে বিস্তারিত বক্তব্য দেন তিনি। পোস্টে তাসনিম জারা বলেন, তিনি খিলগাঁওয়ের সন্তান এবং সেখানেই তার জন্ম ও বেড়ে ওঠা। একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে মানুষের সেবা করার স্বপ্ন থাকলেও বাস্তব প্রেক্ষাপট বিবেচনায় তিনি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি জানান, নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার প্রতিশ্রুতি অনুযায়ী তিনি পরিস্থিতি যাই হোক না কেন লড়াই চালিয়ে যাবেন এবং সেই লক্ষ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। তবে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দলীয় অফিস, সংগঠিত কর্মীবাহিনী কিংবা প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগের সুবিধা থাকবে না বলেও উল্লেখ করেন তিনি।

তাসনিম জারা বলেন, ‘আমার একমাত্র ভরসা আপনারা। আপনাদের মেয়ে হিসেবে আমার সততা, নিষ্ঠা এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছাশক্তির ওপর ভর করেই আমি আপনাদের সেবা করতে চাই।’

পোস্টে তিনি দুটি বিশেষ বিষয়ের কথা উল্লেখ করেন। প্রথমত, স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে আইনি বাধ্যবাধকতা অনুযায়ী ঢাকা-৯ আসনের ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হবে, যার কার্যক্রম আগামী দিন থেকে শুরু হবে। এজন্য এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করেন তিনি।

দ্বিতীয়ত, আগে নির্বাচনী ফান্ডরেইজিংয়ের সময় যারা অর্থ সহায়তা করেছেন, তাদের মধ্যে যারা টাকা ফেরত নিতে চান, তাদের জন্য ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানান তাসনিম জারা।

এনসিপি ছাড়ার পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাসনিম জারার এই সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top