মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

খালেদা জিয়ার মৃত্যুতে মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম গভীর শোক প্রকাশ করেন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:২৯

সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া — বাংলাদেশের রাজনীতি ও জাতির জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ ও উজ্জ্বল ব্যক্তিত্ব — আজ ভোরে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। তিনি মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে ঢাকা এরভ‍র্কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

এ প্রসঙ্গে ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) মঙ্গলবার সকালে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও চর্চায় বেগম খালেদা জিয়া ছিলেন একজন গুরুত্বপূর্ণ ও উজ্জ্বল ব্যক্তিত্ব এবং দেশের সমৃদ্ধি ও গণতান্ত্রিক চেতনার জন্য তার অবদান সারা জীবনে স্মরণীয় থাকবে।

শোকবার্তায় পীর সাহেব মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। 

বাংলাদেশসহ দেশে বিভিন্ন রাজনৈতিক দল, ব্যক্তিত্ব, সরকারি ও বেসরকারি সংগঠনও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top