‘ইব্রাহিম (আ.)-এর চেয়েও জামায়াত নেতার কোরবানি বড়’

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২৬, ১৭:৩৭

সংগৃহীত

‘ইব্রাহিম (আ.)-এর চেয়েও জামায়াত নেতার কোরবানি বড়’—এমন বক্তব্যকে ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। রংপুর মহানগর জামায়াতের আমির ও রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) আসনের প্রাথমিক মনোনীত প্রার্থী এটিএম আজম খানের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

জানা গেছে, গত ৮ জানুয়ারি পীরগাছা উপজেলার কদমতলা এলাকায় অনুষ্ঠিত একটি মতবিনিময় সভায় এ বক্তব্য দেন এটিএম আজম খান। ওই সভায় ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ২৫ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, এটিএম আজম খান বলেন,

“২৮ তারিখ সকাল সাড়ে ৬টায় কেন্দ্র থেকে আমাকে মোবাইল করা হলো। বলা হলো—খান সাহেব, আপনাকে তো কোরবানি দেওয়া হলো। তখন আমি বললাম, এই কোরবানি কি ইব্রাহিম (আ.)-এর ব্যাটা ইসমাইল (আ.)-এর মতো? তখন তারা বললেন, হ্যাঁ, এর চেয়েও বড়। ব্যাখ্যা চাইলে বলা হলো—ইব্রাহিম (আ.) আল্লাহর সন্তুষ্টির জন্য ইসমাইল (আ.)-কে কোরবানি করতে চেয়েছিলেন, শেষ পর্যন্ত মানুষ কোরবানি হয়নি, দুম্বা হয়েছিল। আর আপনার কোরবানি মানে পীরগাছা–কাউনিয়ার লাখ লাখ নারী-পুরুষের কোরবানি। এই জন্যই এই কোরবানিটা বড় কোরবানি।”

ভিডিওতে আরও দেখা যায়, বক্তব্যের একপর্যায়ে তিনি ‘আলহামদুলিল্লাহ’ বললে উপস্থিত লোকজনও সমস্বরে তা পুনরাবৃত্তি করেন। এরপর তিনি বলেন, বর্তমান সময়ে মনোবলকে শক্তিতে রূপান্তর করার প্রয়োজন রয়েছে এবং এটিকে একটি চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেক নেটিজেন এই বক্তব্যকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে দেখছেন এবং বিরূপ মন্তব্য করছেন।

উল্লেখ্য, এটিএম আজম খান রংপুর-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রাথমিক মনোনীত প্রার্থী ছিলেন। তবে জামায়াতের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জোটগত সমঝোতার কারণে আসনটি ছেড়ে দেওয়া হয়। ফলে তিনি মনোনয়নপত্র জমা দেননি এবং ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে আখতার হোসেনকে সমর্থন জানিয়েছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top