তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২৬, ২০:১৭
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
তবে বৈঠকে কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি বিএনপি। একইভাবে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকেও বৈঠক নিয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে, যদিও এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা হয়নি।
উল্লেখ্য, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সাম্প্রতিক সময়ে কূটনৈতিক তৎপরতা বাড়ছে, যার অংশ হিসেবেই এই বৈঠকটি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।