মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

আমাদের এত তালা কেনার টাকা নেই যে, নারীদের ঘরে তালাবদ্ধ করে রাখব:ডা. শফিকুর রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৬, ০০:১৩

সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমাদের এত তালা কেনার টাকা নেই যে, নারীদের ঘরে তালাবদ্ধ করে রাখব। আমরা নারীদের জন্য নিরাপদ সমাজ ও কর্মস্থল নিশ্চিত করব। বড় শহরগুলোতে আলাদা বাস সার্ভিস চালু করা হবে, যাতে নারীরা নিরাপদে চলাচল করতে পারেন।”

গত সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া আবরার ফাহাদ স্টেডিয়ামে কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

সকাল ৯টায় জনসভা শুরু হয়। ভোর থেকেই স্টেডিয়াম প্রাঙ্গণে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। জনসভাকে ঘিরে শহরের বিভিন্ন মোড়ে স্বেচ্ছাসেবকরা অবস্থান নিয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করেন। সকাল ১০টার মধ্যে জামায়াত আমিরের জনসভাস্থলে পৌঁছানোর কথা থাকলেও কুয়াশার কারণে তার যাত্রা বিলম্বিত হয়। তিনি প্রায় দুপুর ১২টার দিকে জনসভাস্থলে পৌঁছান।

জনসভায় বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, “৫৪ বছর ধরে যারা দেশটাকে খাবলে খামছে তছনছ করে দিয়েছে, তাদের দৃষ্টিভঙ্গি ও চরিত্র পরিবর্তন না হলে দেশের জন্য ভালো কিছু করা সম্ভব নয়।”

৫ আগস্টের পর শত শত মানুষকে অন্যায় মামলায় জড়ানোর অভিযোগ তুলে তিনি বলেন, এসব মামলায় সাধারণ জনগণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এমনকি সিভিল সার্ভিসের কর্মকর্তারাও আসামি হয়েছেন। তিনি এটিকে ‘মামলা বাণিজ্য’ হিসেবে আখ্যায়িত করেন। একই সঙ্গে চাঁদাবাজির সঙ্গে জড়িতদের উদ্দেশে তিনি বলেন, “যদি সংসারের অভাবের কারণে এসব করে থাকেন, তাহলে সরে আসুন। আল্লাহ আমাদের যে রিজিক দিয়েছেন, তা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে আমরা প্রস্তুত।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আফসোস প্রকাশ করে জামায়াত আমির বলেন, “সাড়ে ১৫ বছর পর পরিবর্তনের সময় আমরা দেখেছি পুলিশ নেই, বিজিবি নেই, আনসারের ছায়াও নেই। নিভু নিভু অবস্থায় সেনাবাহিনী চেষ্টা করছে পরিস্থিতি সামাল দিতে।” তিনি বলেন, জামায়াত সব সময় দেশ ও জনগণের পাশে দাঁড়িয়েছে।

কুষ্টিয়া অঞ্চলের নদী সমস্যা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, “পদ্মা-গড়াই নদী এখন নদী নয়, যেন মরুভূমি। নদী খননের নামে প্রতি বছর বরাদ্দ থাকলেও টাকা লুট হয়ে যায়, বালি ওঠে না।” তিনি নদী রক্ষাকে জীবন রক্ষার সংগ্রাম হিসেবে উল্লেখ করেন।

কুষ্টিয়ায় চালের মোকামে খাজনার নামে চাঁদা আদায়ের অভিযোগ তুলে তিনি বলেন, প্রতিটি ট্রাক থেকে বেসরকারি খাজনা হিসেবে পাঁচ হাজার টাকা আদায় করা হয়, এতে ব্যবসায়ী ও ট্রাক মালিকরা অতিষ্ঠ হয়ে পড়েছেন।

কুষ্টিয়া চিনিকল বন্ধ থাকার বিষয়েও ক্ষোভ প্রকাশ করে জামায়াত আমির বলেন, দেশে শিল্পকারখানা বন্ধ করে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। তিনি সাবেক শিল্পমন্ত্রী শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর সততা ও শিল্পখাতে অবদানের কথা তুলে ধরেন।

তিনি বলেন, “আমরা নিজেরা খাওয়ার জন্য রাজনীতি করি না। এ দেশের দুঃখী মানুষের মুখে খাবার ও গায়ে কাপড় তুলে দেওয়ার রাজনীতিই আমাদের লক্ষ্য।”

কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও কুষ্টিয়া-২ আসনের দলীয় প্রার্থী আব্দুল গফুরের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দ্দার, কুষ্টিয়া-৩ আসনের প্রার্থী মুফতি আমির হামজা, কুষ্টিয়া-১ আসনের প্রার্থী বেলাল উদ্দিন, কুষ্টিয়া-৪ আসনের প্রার্থী আফজাল হোসাইন ও কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হকসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা।

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top