মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

ফেসবুক ফলোয়ারে কারা এগিয়ে, কারা পিছিয়ে

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৬, ০০:২২

সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ের প্রচারণার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে জোর তৎপরতা চালাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও প্রার্থীরা। ফেসবুকের পাশাপাশি টিকটক, ইউটিউব ও ইনস্টাগ্রামেও চলছে ব্যাপক প্রচার-প্রচারণা।

সংশ্লিষ্টদের মতে, রাজনীতিতে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব গত কয়েক বছর ধরেই উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর সবচেয়ে বড় প্রতিফলন দেখা যেতে পারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে।

সাম্প্রতিক পরিসংখ্যানে ফেসবুকে জনমত ও জনপ্রিয়তার একটি ভিন্ন চিত্র ফুটে উঠেছে। বর্তমান সময়ের আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে অনুসারী সংখ্যার দিক থেকে এগিয়ে রয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং আলোচিত চিকিৎসক ও স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ফেসবুক পেজটি দেশের রাজনৈতিক অঙ্গনের অন্যতম সক্রিয় প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে। বর্তমানে তার ফেসবুক অনুসারীর সংখ্যা ৫৬ লাখ। অন্যদিকে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার ফেসবুক অনুসারীর সংখ্যা ৭১ লাখের বেশি, যা তাকে রাজনৈতিক প্রার্থীদের মধ্যে শীর্ষে রেখেছে।

অন্যদিকে, রাজনৈতিক অঙ্গনের আলোচিত মুখ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অনুসারীর সংখ্যার দৌড়ে তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছেন। তার ভেরিফায়েড ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা ২৩ লাখ। তিনি ঢাকা-১৫ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

একইভাবে, জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীর সংখ্যার বিচারে অন্যান্য শীর্ষ রাজনৈতিক নেতাদের তুলনায় পিছিয়ে আছেন। তার ফেসবুক অনুসারীর সংখ্যা বর্তমানে ১২ লাখ।

আলোচিত আরেক প্রার্থী রুমিন ফারহানার ভেরিফায়েড ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা ৭ লাখ ২৯ হাজার। তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সূত্রে জানা গেছে, দেশের ৫৬ শতাংশের বেশি পরিবারের সদস্য ইন্টারনেট ব্যবহার করেন। বিভিন্ন তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা সাড়ে ৪ কোটির বেশি হতে পারে। ফলে সামাজিক যোগাযোগমাধ্যম এবারের নির্বাচনে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top