বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

মাদক বিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৭৪ জন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২১, ২১:৩১

মাদক বিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৭৪ জন

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ৭৪ জনকে গ্রেপ্তার করেছে। রবিবার (২৪ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার ভোর ৬টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত ডিএমপি’র নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গ্রেপ্তার করা হয় তাদের। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ১৫৫ গ্রাম ৫২৪ পুরিয়া হেরোইন, ৫৮৩৬ পিস ইয়াবা, ৪৫ কেজি ৬৮০ গ্রাম গাঁজা, ৬৯ বোতল ফেন্সিডিল, ৩০টি নেশাজাতীয় ইনজেকশন ও ২.৫ লিটার দেশি মদ।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকআদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫১ টি মামলা দাখিল হয়েছে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top