বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২

মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা, সর্বশেষ শ্রদ্ধা জানাতে জনসমাগম

নিজস্ব প্রতিবেদক | ঢাকা | প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, ১২:৩০

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ জানাজার উদ্দেশ্যে গুলশান থেকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হয়েছে। জাতীয় পতাকায় মোড়ানো মরদেহ বহনকারী গাড়িবহর সংসদ ভবন এলাকা দিয়ে জানাজাস্থলে পৌঁছায়।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে মরদেহ বহনকারী গাড়িবহর যাত্রা শুরু করে। পৌনে ১১টার পর গাড়িবহর মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছে।

গাড়িবহরে লাল-সবুজ রঙের একটি বাসসহ একাধিক যানবাহন রয়েছে। এ সময় তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রীসহ পরিবারের সদস্যরা জানাজাস্থলে উপস্থিত হন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার নিকটাত্মীয়রাও গাড়িবহরে ছিলেন।

এর আগে বুধবার সকাল সোয়া ৯টার পর শেষবারের মতো খালেদা জিয়ার মরদেহ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবনে নেওয়া হয়। প্রথমে তার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’য় নেওয়ার কথা থাকলেও পরে মরদেহ তারেক রহমানের বাসায় নেওয়া হয়। সেখানে স্বজন ও বিএনপির নেতাকর্মীরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান।

বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক। জানাজা শেষে তাকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

এদিকে জানাজায় অংশ নিতে মঙ্গলবার রাত থেকেই সংসদ ভবন এলাকায় বিএনপি নেতাকর্মীদের ঢল নামে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা ট্রেন, লঞ্চ, গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহনে করে ঢাকায় আসতে শুরু করেন।

জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে সরকার বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। পাশাপাশি বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top