শুক্রবার, ৮ আগস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২

নীলফামারীর সংগলশীতে অগ্নিকাণ্ডে ২২ ঘর ছাই

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৮ নভেম্বর ২০২০, ১৩:৩৫

নীলফামারী থেকে:

নীলফামারীর সংগলশীতে অগ্নিকাণ্ডে নগদ টাকা, আসবাবপত্রসহ ২২ টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।শনিবার (৭ নভেম্বর) রাত ৮ টার দিকে সদর উপজেলার সংগলশী ইউনিয়নের আলোকমারী গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় ও পরে তা আশপাশের ছড়িয়ে পড়ে।

স্থানীয় চেয়ারম্যান জানান, অগ্নিকাণ্ডে যারা ক্ষতিগ্রস্থ হয়েছে তারা সবাই শ্রমিক, দিনমজুর। কেউ কেউ ইপিজেড এ কাজ করেন। তারা তাদের সর্বস্ব হারিয়েছে এ অগ্নিকাণ্ডে।

ইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার বাদশাহ মাসুদ আলম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তা নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায় নি।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top