সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২০, ১৩:০৫

স্পোর্টস ডেস্ক:

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে ভরাডুবি হয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার। প্রোটিয়াদের টানা তিন ম্যাচে হারিয়ে হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছে ইংল্যান্ড।

শেষ টি টোয়েন্টিতে মালানের ৪৭ বলে অপরাজিত ৯৯ রানের অনবদ্য ইনিংসের উপর ভর করে হোয়াইটওয়াশ করে সফরকারীরা।

১৯২ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই জেসন রয়কে হারিয়ে বসে ইয়ন মরগানের দল। তবে শুরুর ধাক্কা সামলে নেন জস বাটলার এবং মালান। তাদের দুজনের দুর্দান্ত দুই ইনিংসের পর ১৪ বল হাতে থাকতেই ১৯২ রানের লক্ষ্য সহজেই টপকে যায় তারা। ৪৬ বলে ৬৭ রান করে অপরাজিত ছিলেন বাটলার।

এর আগে, টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা খুব বেশি ভালো করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। শুরুতেই ডি কক ফেরেন ১৭ রান করে। ডি ককের বিদায়ের পর টেম্বা বাভুমা এবং রেজা হেনড্রিকস ভালো শুরু করলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। বাভুমা ফেরেন ৩২ করে আর হেনড্রিকস করেছেন মাত্র ১৩ রান। এরপর ফাফ ডু প্লেসির ৩৭ বলে ৫২ এবং ডুসেনের ৩২ বলে ৭৪ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৯১ রান তোলে প্রোটিয়ারা।

এনএফ৭১/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top