আরব আমিরাতের বিপক্ষে সিরিজ জিততেই আজ মাঠে নামবে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ মে ২০২৫, ১৩:২৭

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এখন সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এরই মধ্যে সিরিজের একটি ম্যাচ খেলেও ফেলেছে বাংলাদেশ ও আরব আমিরাত।
সফরে জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে ২৭ রানে। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচ। আজ জিতলেই টি-টোয়েন্টি সিরিজ হবে বাংলাদেশের।
সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হওয়া ম্যাচটি। প্রথম ম্যাচ জিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে এখনও অপরাজিত আছে বাংলাদেশ। এখন পর্যন্ত আরব আমিরাতের বিপক্ষে চার ম্যাচের সবগুলোতেই জিতেছে টাইগাররা।
প্রতিপক্ষ আরব আমিরাত খুব বেশি শক্তিশালী না। টি-টোয়েন্টি র্যাংকিংয়ে তাদের অবস্থান ১৫। দলটির কুড়ি ওভারের ক্রিকেট খেলার অভিজ্ঞতাও কম। তার পরও বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভালোই লড়াই করেছে আরব আমিরাত। একটা সময় জয়ের সম্ভাবনাও জাগিয়েছিল স্বাগতিকরা। তবে মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ের কারণে শেষ হাসি হেসেছে বাংলাদেশই। ২৭ রানে জয় পেয়েছেন টাইগাররা। একই ভেন্যুতে আজ দ্বিতীয় ম্যাচ। অভিন্ন লক্ষ্য লিটনদের। জয়ের ছন্দ ধরে রাখতে চান সফরকারীরা।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।