শেষ মিনিটে আবার মেসির ম্যাজিক! ইন্টার মিয়ামির রুদ্ধশ্বাস জয়!
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ জুলাই ২০২৫, ১৬:৪০

শেষ মিনিটে আবারও মেসি! নাটকীয় জয় এনে দিলেন ইন্টার মিয়ামিকে! এটা ছিল এক রোমাঞ্চকর রাতৃ মেসি ফিরলেন, দে পল অভিষেক করলেন, আর মিয়ামি তুলে নিল অবিশ্বাস্য এক জয়!
লিগস কাপের উদ্বোধনী ম্যাচে আতলাসের মুখোমুখি হয় ইন্টার মিয়ামি। ম্যাচে ফেরেন মেসি—যিনি আগের ম্যাচে অল-স্টার গেমে না খেলার কারণে এক ম্যাচ নিষিদ্ধ ছিলেন। ৫৮তম মিনিটে ম্যাচের প্রথম গোল করেন তেলাসকো সেগোভিয়া। আর জানেন কে করালেন? মেসি!
কিন্তু আতলাসের রিভালদো লোজানো ৮২ মিনিটে ম্যাচে সমতা ফেরান। এরপর... ম্যাচ যখন প্রায় টাই মনে হচ্ছিল, ৯৬তম মিনিটে মেসি আবার জাদু করলেন। তার পাস থেকে গোল করেন মার্সেলো ওয়েইগান্ট! শুরুতে অফসাইড মনে হলেও যাচাই করে গোলটি বৈধ ঘোষণা করা হয়।
প্রথমার্ধে মিয়ামির গোলরক্ষক রোকো নোভো দুর্দান্ত সেভ করেন তিনটি। সুয়ারেজের এক শট লাগে ক্রসবারে। আর এই ম্যাচেই ইন্টার মিয়ামির জার্সিতে অভিষেক হয় বিশ্বজয়ী রদ্রিগো দে পলের। মেসির জাতীয় দলের সতীর্থ, আর তার কারণেই তো দে পল এখন মিয়ামিতে!
ম্যাচটা ছিল যেন মেসির লেখা এক সিনেমা—নিজের হাতে অভিষেকটা রাঙিয়ে দিলেন সতীর্থ দে পলের জন্য।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।