চমক নিয়ে এশিয়া কাপের দল ঘোষণা করলো বিসিবি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ আগষ্ট ২০২৫, ১০:৩৭

এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষণা করলো ১৬ সদস্যের দল। এবারের দলে রয়েছে বেশ কিছু চমক। তিন বছর পর জাতীয় দলে ফিরলেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান, আর দুই বছর পর ডাক পেলেন ব্যাটার সাইফ হাসান।
তবে বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ, ওপেনার নাঈম শেখ এবং সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। স্ট্যান্ডবাই হিসেবে আছেন মিরাজ, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।
স্কোয়াডে ওপেনিংয়ে থাকছেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন, অধিনায়ক লিটন দাসও প্রস্তুত ওপেনিং কিংবা ওয়ান ডাউনে নামতে। মিডল অর্ডারে তাওহীদ হৃদয়, জাকের আলী, সোহান ও সাইফ। ফিনিশার হিসেবে থাকছেন শামীম হোসেন।
স্পিন আক্রমণে নাসুম আহমেদ, রিশাদ হোসেন ও অলরাউন্ডার শেখ মেহেদী। পেস আক্রমণে মুস্তাফিজ, তাসকিন, শরিফুল ও তানজিম সাকিব। অলরাউন্ডার হিসেবে ফিরেছেন মোহাম্মদ সাইফ উদ্দিন।
এশিয়া কাপের আগে বাংলাদেশ ৩০ আগস্ট থেকে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। টুর্নামেন্ট শুরু হবে ৩০ সেপ্টেম্বর, ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ—শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর, হংকংয়ের বিপক্ষে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।