সিরিজ জয় উদযাপনের মাঝেই বাবর আজমকে শাস্তি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ১৭:০০

সংগৃহীত

সিরিজ জয়ে পাকিস্তান দলের নেতৃত্ব থেকে ব্যাটিং রেকর্ড পর্যন্ত দারুণ ছন্দে থাকা বাবর আজমকে তৃতীয় ওয়ানডের একটি ক্ষণিকের হতাশার জন্য আইসিসি শাস্তি দিয়েছে। আউট হওয়ার পর স্টাম্পে ব্যাট ছুঁড়ে মেরার ঘটনায় তাকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

ঘটনা ঘটে তৃতীয় ওয়ানডের ২১তম ওভারে। বাবরের আচরণ আইসিসির আচরণবিধি ২.২ ধারা অনুযায়ী ‘ক্রিকেট সরঞ্জাম বা মাঠের ফিক্সচারের অপব্যবহার’ হিসেবে চিহ্নিত হয়েছে। মাঠের আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ ও রাশিদ রিয়াজ, থার্ড আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ এবং চতুর্থ আম্পায়ার ফয়সাল আফ্রিদির প্রতিবেদন অনুযায়ী ম্যাচ রেফারি আলী নাকভি শাস্তির সুপারিশ করেন। বাবর অভিযোগ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানি প্রয়োজন হয়নি।

আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল–১ অপরাধে ন্যূনতম সতর্কবার্তা থেকে সর্বোচ্চ ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুই ডিমেরিট পয়েন্ট ধার্য করা যায়। এই শাস্তি বাবরের পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলেনি। তিন ম্যাচে ১৬৫ রান করে তিনি সর্বোচ্চ রানস্কোরার হয়েছেন এবং দ্বিতীয় ওয়ানডেতে করেছেন নিজের ২০তম ওয়ানডে সেঞ্চুরি, যা পাকিস্তানের রেকর্ড তালিকায় নতুন মাইলফলক।

তাই তৃতীয় ওয়ানডে বাবরের জন্য রইল সিরিজ জয়ের উচ্ছ্বাস আর ব্যক্তিগত হতাশার মিশ্র অনুভূতি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top