ঐতিহাসিক সেঞ্চুরি

শততম টেস্টে রেকর্ড গড়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ০৯:৫৮

মুশফিকুর রহিম । ছবি: সংগৃহীত

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন মাইলফলক যোগ করলেন মুশফিকুর রহিম। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে অংশ নেওয়ার ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে অনন্য এক রেকর্ড গড়লেন ৩৭ বছর বয়সী এই তারকা ব্যাটসম্যান। বিশ্বের ইতিহাসে মাত্র ১২তম ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি নিজের নামে লেখালেন তিনি।

মিরপুরের হোম অব ক্রিকেটে বুধবার সকাল থেকেই পরিবেশ ছিল উত্তেজনায় ভরপুর। শততম টেস্টকে ঘিরে দর্শকদের উচ্ছ্বাস আর প্রত্যাশা ছিল চোখে পড়ার মতো। প্রথম দিনের খেলা শেষে ৯৯ রানে অপরাজিত থাকায় ক্রিকেটপ্রেমীদের উদ্বেগ আরও বেড়ে যায়।

দ্বিতীয় দিনের শুরুতেই ব্যাট হাতে নামেন মুশফিক। প্রথম ওভারে সেঞ্চুরি না পাওয়ায় উৎকণ্ঠা কিছুটা বাড়লেও দ্বিতীয় ওভারের তৃতীয় বলে এক রান নিয়ে স্বপ্নের শতরান পূরণ করেন তিনি। মুহূর্তেই স্টেডিয়ামে শুরু হয় আনন্দ-উল্লাস; মুশফিকের সেঞ্চুরি শুধু দলের জন্য নয়, পুরো জাতির জন্য এক গর্বের মাইলফলক হয়ে ওঠে।

শততম টেস্ট উপলক্ষে মিরপুরে আয়োজন করা হয় বিশেষ সম্মাননা অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মুশফিকের প্রথম টেস্টের অধিনায়ক হাবিবুল বাশার সুমন, দেশের প্রথম টেস্ট ক্যাপধারী আকরাম খান, এবং প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তাদের হাত থেকে বিশেষ টেস্ট ক্যাপ, জার্সি ও ক্রেস্ট গ্রহণ করেন মুশফিক।

এদিন টসে জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ভালো শুরু করলেও সাদমান ইসলাম (৩৫) ও জয় (৩৪) ফিরে যান। অধিনায়ক শান্তও বড় রান করতে ব্যর্থ হন। পরে মুমিনুল হক ও মুশফিক দলকে এগিয়ে নেন। মুমিনুল আউট হলে লিটন দাসকে নিয়ে জুটি গড়ে মুশফিক প্রথম দিনের খেলা শেষ করেন ৯৯ রানে অপরাজিত থেকে। বাংলাদেশ দিন শেষ করে ৪ উইকেটে ২৯২ রানে।

শেষ পর্যন্ত শততম টেস্টে ঐতিহাসিক সেঞ্চুরি তুলে নিয়ে মুশফিকুর রহিম আবারও প্রমাণ করলেন—বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে তিনি এক অনন্য নাম।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top