রিয়াল মাদ্রিদের নৃশংস শেষ মুহূর্তের জয়, কোপা দেল রের শেষ ষোলো নিশ্চিত
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:২০
স্নায়ুচাপ ও উত্তেজনায় ভরা এক ম্যাচে তৃতীয় স্তরের ক্লাব তালাভেরাকে ৩-২ গোলে হারিয়ে কোপা দেল রের শেষ ষোলোতে উঠেছে রিয়াল মাদ্রিদ। শেষ মুহূর্তের অবিশ্বাস্য সেভে গোলরক্ষক আন্দ্রি লুনিন দলের জয় নিশ্চিত করেন।
প্রথমার্ধে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি এবং আত্মঘাতী গোলে মাদ্রিদ ২-০ এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে তালাভেরা আক্রমণ জোরদার করলে উত্তেজনা বেড়ে যায়, শেষ ১০ মিনিটে তারা ২-৩ এর ব্যবধানে আসে। যোগ করা সময়ে সমতাসূচক সুযোগ নষ্ট হয় লুনিনের সেভে।
এই ম্যাচে জোড়া গোল করা এমবাপ্পের এই বছরের রিয়াল মাদ্রিদে গোলসংখ্যা দাঁড়াল ৫৮, যা ক্রিস্তিয়ানো রোনালদোর ৫৯ গোলের রেকর্ডের খুব কাছে। শনিবার লা লিগায় সেভিয়ার বিপক্ষে ম্যাচে তিনি রেকর্ড স্পর্শ বা ছাড়ানোর সুযোগ পাবেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।