বিপিএলের নতুন সূচি প্রকাশ, চট্টগ্রামে হচ্ছে না বিপিএল
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৩
অবশেষে গুঞ্জনই সত্যি হলো। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর কোনো ম্যাচই আর চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে না। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সিলেট পর্বের পর চট্টগ্রামে বিপিএলের ম্যাচ আয়োজনের কথা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৫ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রামে ম্যাচ আয়োজনের পরিকল্পনা থাকলেও তা বাতিল করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ জানুয়ারি পর্যন্ত সিলেটেই বিপিএলের সব ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১৩ জানুয়ারি ঢাকায় ফিরে আসবে টুর্নামেন্টে অংশ নেওয়া ছয়টি দল। বিপিএলের বাকি অংশের সব ম্যাচ অনুষ্ঠিত হবে রাজধানী ঢাকায়।
উল্লেখ্য, আগের সূচি অনুযায়ী আগামী ২৩ জানুয়ারি ঢাকায় বিপিএলের ফাইনাল ম্যাচ আয়োজনের কথা রয়েছে। সূচি পরিবর্তন হলেও ফাইনালের তারিখ ও ভেন্যু অপরিবর্তিত থাকছে বলে জানিয়েছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।
| তারিখ ও দিন | ম্যাচ | সময় | ভেন্যু |
| ১ জানুয়ারি, বৃহস্পতিবার | সিলেট টাইটান্স-ঢাকা ক্যাপিটালস | দুপুর ১টা | সিলেট |
| ১ জানুয়ারি, বৃহস্পতিবার | রংপুর রাইডার্স-রাজশাহী ওয়ারিয়র্স | সন্ধ্যা ৬টা | সিলেট |
| ২ জানুয়ারি, শুক্রবার | ঢাকা ক্যাপিটালস-চট্টগ্রাম রয়্যালস | দুপুর ২টা | সিলেট |
| ২ জানুয়ারি, শুক্রবার | সিলেট টাইটান্স-রংপুর রাইডার্স | সন্ধ্যা ৭টা | সিলেট |
| ৪ জানুয়ারি, রবিবার | সিলেট টাইটান্স-চট্টগ্রাম রয়্যালস | দুপুর ১টা | সিলেট |
| ৪ জানুয়ারি, রবিবার | ঢাকা ক্যাপিটালস-রংপুর রাইডার্স | সন্ধ্যা ৬টা | সিলেট |
| ৫ জানুয়ারি, সোমবার | নোয়াখালী এক্সপ্রেস-সিলেট টাইটান্স | দুপুর ১টা | সিলেট |
| ৫ জানুয়ারি, মঙ্গলবার | চট্টগ্রাম রয়্যালস-রংপুর রাইডার্স | সন্ধ্যা ৬টা | সিলেট |
| ৭ জানুয়ারি, বুধবার | ঢাকা ক্যাপিটালস-নোয়াখালী এক্সপ্রেস | দুপুর ১টা | সিলেট |
| ৭ জানুয়ারি, বুধার | চট্টগ্রাম রয়্যালস-সিলেট টাইটান্স | সন্ধ্যা ৬টা | সিলেট |
| ৮ জানুয়ারি, বৃহস্পতিবার | রাজশাহী ওয়ারিয়র্স-নোয়াখালী এক্সপ্রেস | দুপুর ১টা | সিলেট |
| ৮ জানুয়ারি, বৃহস্পতিবার | ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্স | সন্ধ্যা ৬টা | সিলেট |
| ৯ জানুয়ারি, শুক্রবার | রাজশাহী ওয়ারিয়র্স-চট্টগ্রাম রয়্যালস | দুপুর ১টা | সিলেট |
| ৯ জানুয়ারি, শুক্রবার | রংপুর রাইডার্স-নোয়াখালী এক্সপ্রেস | সন্ধ্যা ৬টা | সিলেট |
| ১১ জানুয়ারি, রবিবার | রাজশাহী ওয়ারিয়র্স-রংপুর রাইডার্স | দুপুর ১টা | সিলেট |
| ১১ জানুয়ারি, রবিবার | নোয়াখালী এক্সপ্রেস-ঢাকা ক্যাপিটালস | সন্ধ্যা ৬টা | সিলেট |
| ১২ জানুয়ারি, সোমবার | সিলেট টাইটান্স-রংপুর রাইডার্স | দুপুর ১টা | সিলেট |
| ১২ জানুয়ারি, সোমবার | রাজশাহী ওয়ারিয়র্স-ঢাকা ক্যাপিটালস | সন্ধ্যা ৬টা | সিলেট |
| ১৫ জানুয়ারি, বৃহস্পতিবার | চট্টগ্রাম রয়্যালস-নোয়াখালী এক্সপ্রেস | দুপুর ১টা | ঢাকা |
| ১৫ জানুয়ারি, বৃহস্পতিবার | রাজশাহী ওয়ারিয়র্স-সিলেট টাইটান্স | সন্ধ্যা ৬টা | ঢাকা |
| ১৬ জানুয়ারি, শুক্রবার | রংপুর রাইডার্স-ঢাকা ক্যাপিটালস | দুপুর ২টা | ঢাকা |
| ১৬ জানুয়ারি, শুক্রবার | চট্টগ্রাম রয়্যালস-রাজশাহী ওয়ারিয়র্স | সন্ধ্যা ৭টা | ঢাকা |
| ১৭ জানুয়ারি, শনিবার | রংপুর রাইডার্স-নোয়াখালী এক্সপ্রেস | দুপুর ১টা | ঢাকা |
| ১৭ জানুয়ারি, শনিবার | চট্টগ্রাম রয়্যালস-ঢাকা ক্যাপিটালস | সন্ধ্যা ৬টা | ঢাকা |
| ১৯ জানুয়ারি, সোমবার | এলিমিনেটর (৩য় বনাম ৪র্থ দল) | সন্ধ্যা ১ টা | ঢাকা |
| ১৯ জানুয়ারি, সোমবার | কোয়ালিফায়ার-১ (১ম বনাম ২য় দল) | সন্ধ্যা ৬ টা | ঢাকা |
| ২১ জানুয়ারি, বুধবার | কোয়ালিফায়ার-২ | সন্ধ্যা ৬ টা | ঢাকা |
| ২৩ জানুয়ারি, শুক্রবার | ফাইনাল | সন্ধ্যা ৭ টা | ঢাকা |
এনএফ৭১/এসআর
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।