চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানে হারিয়ে শিরোপা ঘরে তুলল রাজশাহী ওয়ারিয়র্স
বিপিএল ফাইনাল: রাজশাহী ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৬, ১০:০৫
বিপিএলের ফাইনালে একপেশে আধিপত্য দেখিয়ে চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে রেখে ম্যাচ জিতে ট্রফি ঘরে তোলে রাজশাহী।
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নামে রাজশাহী। ওপেনিং জুটিতে সাহিবজাদা ফারহান ও তানজিদ হাসান তামিম দলকে দৃঢ় সূচনা এনে দেন। পাওয়ারপ্লের ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪০ রান তোলে তারা। ফারহান ছিলেন ধীরস্থির, আর তানজিদ শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন।
৮৩ রানের মাথায় ৩০ বলে ৩০ রান করে আউট হন ফারহান। এরপর তিন নম্বরে নেমে সাবলীল ব্যাটিং করেন কেইন উইলিয়ামসন। তানজিদ তুলে নেন দুর্দান্ত ফিফটি এবং এরপর আরও ভয়ংকর হয়ে ওঠেন। চার-ছক্কায় চট্টগ্রামের বোলারদের ওপর চাপ সৃষ্টি করেন তিনি।
শেষ পর্যন্ত ৬২ বলে ঝকঝকে ১০০ রান করে আউট হন তানজিদ। তার ইনিংসটি ছিল দর্শনীয় ব্যাটিংয়ের প্রদর্শনী। উইলিয়ামসন ১৫ বলে ২৪ রান করেন। শেষ দিকে জিমি নিশাম ও নাজমুল হোসেন শান্ত দ্রুত রান যোগ করেন। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে রাজশাহী।
চট্টগ্রামের হয়ে শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলাম মুগ্ধ ২টি করে উইকেট নেন।
লক্ষ্য তাড়ায় ব্যর্থ চট্টগ্রাম
১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় চট্টগ্রাম রয়্যালস। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। নাঈম শেখ, মাহমুদুল হাসান জয় ও হাসান নওয়াজ দ্রুত সাজঘরে ফেরেন। পাওয়ারপ্লে শেষে ৩ উইকেট হারিয়ে মাত্র ৪১ রান ছিল তাদের।
এক প্রান্ত আগলে রেখে খেলেন ওপেনার মির্জা তাহির বেগ। তিনি ৩৬ বলে ৩৯ রান করে আউট হন। তবে অন্য প্রান্তে কেউই তাকে কার্যকর সঙ্গ দিতে পারেননি। শেখ মেহেদী হাসানসহ মিডল অর্ডারের ব্যর্থতায় বড় ব্যবধানে পিছিয়ে পড়ে চট্টগ্রাম।
শেষ দিকে আসিফ আলী কিছুটা লড়াইয়ের আভাস দিলেও ম্যাচে ফেরার সুযোগ তৈরি হয়নি। ১৬ বলে ২১ রান করে আউট হন তিনি। শেষ পর্যন্ত ১১১ রানেই গুটিয়ে যায় চট্টগ্রামের ইনিংস।
বোলিংয়ে রাজশাহীর নায়ক বিনুরা
রাজশাহীর হয়ে দুর্দান্ত বোলিং করেন বিনুরা ফার্নান্দো। মাত্র ৯ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। হাসান মুরাদ নেন ৩ উইকেট, জিমি নিশাম ২টি এবং আবদুল গাফফার সাকলাইন নেন ১ উইকেট।
এটি রাজশাহীর দ্বিতীয় বিপিএল শিরোপা। এর আগে বিপিএলের ২০১৯-২০ মৌসুমে রাজশাহী রয়্যালস নামে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।