ইন্টারন্যাশনাল ক্যাবল টিভি ব্রডকাস্ট অ্যান্ড কমিনিউকেশন এক্সিবিশন মেলা শুরু

Nasir Uddin | প্রকাশিত: ২২ মে ২০২৫, ১৬:৪৩

ছবি: সংগৃহীত

রাজধানীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ইন্টারন্যাশনাল ক্যাবল টিভি ব্রডকাস্ট অ্যান্ড কমিনিউকেশন এক্সিবিশন। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড এর আয়োজনে বৃহস্পতিবার সকালে বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে এই মেলা শুরু হয়।

যেখানে বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘স্টারলিংক এর বিভিন্ন ডিভাইস ও সেবা নিয়ে আলোচনা করা হয়। মেলায় দর্শনার্থীরা সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। চলবে ২৪ মে পর্যন্ত।

মেলায় স্টারলিংক কর্নারে স্টারলিংক নেট এক্সপেরিয়েন্স এর ব্যাবস্থা করা হয়েছে। যেখানে দর্শনার্থীরা ‘স্টারলিংক এর ইন্টারনেট সেবা ব্যাবহার করে দেখতে পারবে।

আয়োজকরা জানায়, স্টারলিংক সেবা নিতে হলে একটা এন্টেনা ও রাউটার প্রয়োজন, যা অনলাইনে রেজিশ্ট্রেশন করে অর্ডার করতে পারবে যে কোনো গ্রাহক। ডিভাইস বাসায় নিয়ে নিজে নিজেই সেটিং করা যাবে।

স্টারলিংক আপাতত দুটি প্যাকেজ দিয়ে যাত্রা শুরু করছে। প্যাকেজ দুটি হলো ‘স্টারলিংক রেসিডেন্স’ ও ‘রেসিডেন্স লাইট’। মাসিক খরচ একটিতে ৬,০০০ হাজার টাকা, অপরটিতে ৪,২০০ টাকা। তবে এই খরচের বাইরে সেটাপ যন্ত্রপাতির জন্য ৪৭ হাজার টাকা এককালীন খরচ হবে একজন গ্রাহকের।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top