গুগলের নতুন বাজেট ফোন পিক্সেল ১০এ–র তথ্য ফাঁস, ফেব্রুয়ারি মাসে উন্মোচনের সম্ভাবনা
তথ্য প্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২৬, ০৯:৩৮
প্রযুক্তি মহলে ক্রমেই আলোচনা বাড়ছে গুগলের আসন্ন বাজেট স্মার্টফোন পিক্সেল ১০এ নিয়ে। বিভিন্ন ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ফোনটি আগামী ফেব্রুয়ারি মাসেই বাজারে আসতে পারে। নকশা ও স্পেসিফিকেশনের দিক থেকে এটি আগের পিক্সেল ৯এ–এর সঙ্গে মিল থাকতে পারে।
গত বছর পিক্সেল ১০ সিরিজ উন্মোচনের পর ধারণা করা হয়েছিল, ২০২৫ সালের শেষ দিকে পিক্সেল ১০এ প্রকাশ পাবে। কিন্তু তা বাস্তবায়িত হয়নি। বর্তমানে লিক ও প্রযুক্তিবিষয়ক প্রতিবেদনে ফোনটির সম্ভাব্য ডিজাইন, চিপসেট ও দাম সম্পর্কে নতুন তথ্য সামনে এসেছে।
নকশায় বড় পরিবর্তনের সম্ভাবনা কম
ফাঁস হওয়া CAD রেন্ডার অনুযায়ী, পিক্সেল ১০এ–এর ডিজাইন আগের মডেলের মতোই হতে পারে। ফোনটির পেছনে সমতল প্লাস্টিক বডি থাকতে পারে। ক্যামেরার জন্য থাকবে ছোট পিল–আকৃতির আইল্যান্ড, যেখানে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকতে পারে।
ডিসপ্লের চারপাশে মোটা বেজেল থাকতে পারে, যা গুগলের ‘এ’ সিরিজের ফোনে সাধারণ বিষয়। প্রিমিয়াম মডেলের সঙ্গে পার্থক্য বোঝাতেই এমন নকশা বজায় রাখছে প্রতিষ্ঠানটি।
ডিসপ্লেতে নতুনত্ব কম
পিক্সেল ১০এ–তে থাকতে পারে ৬.৩ ইঞ্চির OLED ডিসপ্লে, আগের মডেলের মতোই। এতে LTPS প্রযুক্তি ব্যবহৃত হতে পারে, ফলে রিফ্রেশ রেট ১ হার্জ পর্যন্ত কমবে না। তবে প্রিমিয়াম মডেলের LTPO ডিসপ্লে–র মতো সুবিধা এতে পাওয়া যাবে না।
প্রসেসর ও হার্ডওয়্যার
‘এ’ সিরিজে নতুন টেনসর চিপ ব্যবহার হলেও, পিক্সেল ১০এ–তে থাকতে পারে টেনসর G4 চিপ, যা পিক্সেল ৯ সিরিজে ব্যবহৃত হয়েছিল। নতুন G5 চিপ উৎপাদনের খরচ বেশি হওয়ায় গুগল জি৪ চিপ ব্যবহার করতে পারে, যদিও পারফরম্যান্সে কিছু উন্নয়ন আসতে পারে।
ফোনটিতে থাকতে পারে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, সাথে ২৫৬ জিবি স্টোরেজের একটি সংস্করণও আসতে পারে।
ব্যাটারি ও চার্জিং
পিক্সেল ১০এ–তে থাকতে পারে ৫,১৯৯ mAh ব্যাটারি, তবে চার্জিং স্পিডে বড় পরিবর্তন আশা করা যাচ্ছে না।
সম্ভাব্য দাম ও উন্মোচন
প্রতিবেদন অনুযায়ী, ফোনটি ১৭ ফেব্রুয়ারি উন্মোচন হতে পারে। ভারতে ১২৮ জিবি সংস্করণের দাম ধরা হচ্ছে প্রায় ৫২,০০০ রুপি, আর ২৫৬ জিবি সংস্করণের দাম হতে পারে প্রায় ৬৩,০০০ রুপি।
তবে গুগলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তাই প্রযুক্তি বিশ্লেষকরা এসব তথ্যকে প্রাথমিক হিসেব হিসেবে দেখছেন। আনুষ্ঠানিক ঘোষণার সময় স্পেসিফিকেশন ও দামে পরিবর্তন আসতে পারে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।