বৃহঃস্পতিবার, ৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

ভূমিকম্পে কেঁপে উঠলো চীন

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২২, ০২:০৮

ভূমিকম্পে কেঁপে উঠলো চীন

চীনে ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির সিচুয়ান প্রদেশের ইবিন শহরের শিংওয়েন কাউন্টিতে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। চায়না আর্থকেয়াক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (৬ এপ্রিল) সকালে ভূমিকম্পটি আঘাত হানে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শিনহুয়া নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল ৭টা ৫০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হেনেছে।

সিইএনসি জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। এখনও পর্যন্ত ওই ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে গত ২৬ মার্চ চীনের কিনঘাই প্রদেশে ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top