বৃহঃস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

চীনে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ১৫ জন নিহত

রাশেদ রাসেল | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২৪, ১৫:১৭

ছবি: সংগৃহীত

চীনের পূর্বাঞ্চলে নানজিংয় শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

একটি আবাসিক ভবনে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ৪৪ জন।

দেশটির কর্মকর্তারা বলেছেন, “নানজিংয়ের ইউহুয়াতাই জেলায় গতকাল শুক্রবার ভোরে এ অগ্নিকাণ্ড হয়েছে। ভবনের প্রথম তলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে ইলেকট্রিক বাইক রাখা ছিল। স্থানীয় সময় সকাল ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং তল্লাশি ও উদ্ধার অভিযান শেষ হয় শুক্রবার দুপুর ২টা নাগাদ। দেশটির জরুরি পরিষেবা জানিয়েছে, আগুন নেভাতে ২৫টি আগুন নির্বাপক ট্রাক কাজ করে। আহত ৪৪ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। “



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top