ক্যানসারে আক্রান্ত জো বাইডেন

Nasir Uddin | প্রকাশিত: ১৯ মে ২০২৫, ১৮:১৭

ফাইল ছবি

প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। তার শরীরে এই ক্যানসারের একটি ‘আক্রমণাত্মক রূপ’ ধরা পড়েছে, যা তার হাড়েও ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। রোববার (১৮ মে) বাইডেনের ব্যক্তিগত কার্যালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

৮২ বছর বয়সি বাইডেন এবং তার পরিবার চিকিৎসকদের সঙ্গে ‘চিকিৎসার উপায়গুলো পর্যালোচনা করছেন’ বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

বাইডেনের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, “গত সপ্তাহে প্রস্রাবজনিত সমস্যার কারণে তার প্রোস্টেট নোডিউলের পরীক্ষা করা হয়। শুক্রবার প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী তার গ্লিসন স্কোর ৯ (গ্রেড গ্রুপ ৫), অর্থাৎ অত্যন্ত আক্রমণাত্মক রূপের প্রোস্টেট ক্যানসার ধরা পড়ে, যা ইতোমধ্যে হাড়ে মেটাস্ট্যাসিস করেছে।”

তবে আশার কথা হলো, এই ক্যানসারটি হরমোন-সংবেদনশীল, যার ফলে আধুনিক চিকিৎসায় নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে জানানো হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, “বাইডেন এবং তার পরিবার বর্তমানে চিকিৎসকদের সঙ্গে সম্ভাব্য চিকিৎসা পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন।” সপ্তাহান্তে তিনি নিজ বাড়ি উইলমিংটন, ডেলাওয়্যার-এ অবস্থান করছেন।

বাইডেন ও ট্রাম্পের মধ্যকার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বহুবার আলোচনায় এসেছে। তবে বাইডেনের অসুস্থতার প্রেক্ষিতে ট্রাম্পের এই বার্তা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে এক মানবিক নজির স্থাপন করেছে বলে মন্তব্য করছেন পর্যবেক্ষকরা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top