সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

সরকার ত্যাগ করলেও ট্রাম্পের সঙ্গেই থাকছেন ইলন মাস্ক

Nasir Uddin | প্রকাশিত: ৩১ মে ২০২৫, ১৫:২০

ছবি: রয়টার্স

ট্রাম্প প্রশাসনের সরকারি দক্ষতা বিভাগের প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন টেসলার প্রধান ইলন মাস্ক। ওভাল অফিসে শুক্রবার এক ‘গ্র্যান্ড বিদায় অনুষ্ঠানের’ আয়োজন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মাস্ক বিদায় নিলেও পরোক্ষভাবে ট্রাম্প প্রশাসনে যুক্ত থাকার আশ্বাস দিয়েছেন।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইলন মাস্ক সরকার ছাড়লেও তিনি ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে থাকবেন। বিদায় অনুষ্ঠানে মাস্কের কাজের প্রশংসা করেন ট্রাম্প।

অনুষ্ঠানে ট্রাম্প মাস্ককে উপহার দেন একটি বড় সোনার চাবি, যা ছিল তার স্বাক্ষরযুক্ত কাঠের বাক্সে। এসময় ট্রাম্প বলেন, তিনি এই উপহার শুধু ‘অত্যন্ত বিশেষ মানুষদের’ জন্য রাখেন।

ট্রাম্প বলেন, ‘মাস্ক কে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে, এটা দুঃখজনক, কারণ সে একজন অসাধারণ দেশপ্রেমিক।’

এসময় মাস্ক ওভাল অফিসে ট্রাম্পের সোনালি সাজসজ্জার পাল্টা প্রশংসা করেন। জানান, তিনি এখন ব্যবসায় বেশি মনোযোগ দেবেন।

মাস্ক বলেন, ‘আমি বন্ধুর মতো এবং উপদেষ্টা হিসেবে ট্রাম্পের পাশে থাকবে। প্রেসিডেন্ট যদি তাকে কিছু করতে বলেন, তিনি সর্বদা তার সেবায় থাকবেন বলে জানান।’

মাস্ক এই সপ্তাহেই ঘোষণা দেন, তিনি বিশেষ সরকারি কর্মচারী হিসেবে ১৩০ দিনের ম্যান্ডেট শেষ হওয়ার পর প্রশাসন ত্যাগ করবেন। এই ম্যান্ডেট আনুমানিকভাবে ৩০ মে শেষ হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top