সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

ইলন মাস্কের মাদক ব্যবহার নিয়ে যা বললেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ জুন ২০২৫, ১১:৩৪

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ করার সময় নিয়মিত মাদক সেবন করতেন বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক। এ সময় তিনি কেটামিন, এক্সট্যাসি ও সাইকেডেলিক মাশরুমের মতো মাদক নিতেন।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, মাস্কের নেশার মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে, এটি তার মূত্রথলির সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাতে প্রতিবেদনে জানানো হয়, মাস্ক প্রায় প্রতিদিন কেটামিন সেবন করতেন এবং প্রায় ২০টি ওষুধের একটি বক্স সঙ্গে রাখতেন।

অবশ্য ইলন মাস্কও অতীতে এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন, প্রতি দুই সপ্তাহেই তিনি সামান্য পরিমাণ কেটামিন গ্রহণ করেন। ২০২৩ সালের বসন্তনাগাদ তার নেশার মাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছে যায়। বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসন ছাড়ার ঘোষণার পর চাঞ্চল্যকর এ তথ্য প্রকাশ করল পত্রিকাটি।

শুক্রবার হোয়াইট হাউজের ওভাল অফিসে আয়োজিত তার বিদায় অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইলন মাস্ক সরকার ছাড়লেও তিনি ঘনিষ্ঠ উপদেষ্টা হিসাবে থাকবেন। এ সময় মাস্কের নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি-এর কাজের প্রশংসা করেন ট্রাম্প।

ট্রাম্প তার ডেস্কের পেছনে দাঁড়িয়ে বলেন, ইলন সত্যিকার অর্থে চলে যাচ্ছেন না। তিনি আমাদের মধ্যেই থাকবেন। তার পাশেই দাঁড়িয়ে ছিলেন মাস্ক- কালো টুপি ও টি-শার্ট পরে। টি-শার্টের সামনের লেখাটি ‘গডফাদার’ সিনেমার স্টাইল অনুকরণে তৈরি করা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top