শনিবার, ৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

ইউরোপজুড়ে প্রচণ্ড তাপপ্রবাহ, দাবানলে পুড়ছে তুরস্ক, প্রতিশোধ নিচ্ছে প্রকৃতি?

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ জুলাই ২০২৫, ১৪:১৭

ছবি: সংগৃহীত

দাবানলে পুড়ছে ইউরোপ! রেড অ্যালার্টে ফ্রান্স-তুরস্ক, তাপপ্রবাহে বিপর্যস্ত শহরগুলো। গ্রীষ্ম মানেই ইউরোপে তাপপ্রবাহ—কিন্তু এবার যেন সময়ের আগেই হানা দিয়েছে প্রকৃতির রুদ্ররূপ। দাবানলে পুড়ছে তুরস্ক, ফ্রান্স, ইতালি—এমনকি স্পেন, পর্তুগাল, যুক্তরাজ্যও শিকার। তুরস্কে দাবানলের কারণে সোমবার সরিয়ে নেওয়া হয়েছে অন্তত ৫০ হাজার মানুষকে।

ফ্রান্সের প্যারিসসহ ১৬টি অঞ্চলে জারি করা হয়েছে ‘রেড অ্যালার্ট’। আরও ৬৮টি অঞ্চলে রয়েছে ‘অরেঞ্জ অ্যালার্ট’। ফ্রান্সের জলবায়ু মন্ত্রী একে বলছেন—নজিরবিহীন অবস্থা।

দক্ষিণ কর্বিয়েরেস অঞ্চলে স্কুল বন্ধ, মোটরওয়ে বন্ধ, বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। ইতালির রোম, মিলান, ভেনিস, সার্ডিনিয়া—সব জায়গায় রেড অ্যালার্ট। হিটস্ট্রোক ও তাপজনিত অসুস্থতার হার বেড়েছে ১০ শতাংশ পর্যন্ত।

ব্রিটেনে মঙ্গলবার হিথ্রোতে রেকর্ড তাপমাত্রা—৩৩.১ ডিগ্রি সেলসিয়াস। উইম্বলডনের ইতিহাসের সবচেয়ে গরম দিন ছিল মঙ্গলবার—৩২.৯ ডিগ্রি। পর্তুগালের লিসবন ও স্পেনের বিভিন্ন শহরে রেকর্ড গরম, দাবানলের সতর্কতা সর্বোচ্চ মাত্রায়।

জার্মানির তাপমাত্রা পৌঁছাতে পারে ৩৮ ডিগ্রির কাছাকাছি। রাইন নদীর পানির স্তর কমে যাওয়ায় থমকে যাচ্ছে পণ্য পরিবহন। বাড়ছে খরচ, ব্যাহত হচ্ছে শিল্প ও জ্বালানির চেইন।

জলবায়ু পরিবর্তনের প্রতিটি ফলাফলের মতো—এই তাপপ্রবাহও আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, এই মুহূর্তে পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ হবে আরও ভয়াবহ। সচেতন হোন, প্রস্তুত হোন—এটাই সময়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top