শনিবার, ৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

বন্যায় কাঁপছে টেক্সাস: শিশুরা নিখোঁজ, মৃত্যু ২৪ ছুঁয়েছে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ জুলাই ২০২৫, ১২:০১

ছবি: সংগৃহীত

টেক্সাসে সৃষ্টি হয়েছে এক ভয়াবহ মানবিক সংকট। অকস্মিক বন্যায় এখন পর্যন্ত কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে। এবং নিখোঁজ রয়েছে প্রায় ২৫টি শিশু—যাদের অধিকাংশই ছিল একটি খ্রিস্টান সামার ক্যাম্পে।

ঘটনাটি ঘটে কের কাউন্টির গুয়ার্দালুপে নদী এলাকায়, যেখানে মাত্র ৪৫ মিনিটে নদীর পানি ২৬-২৯ ফুট পর্যন্ত বেড়ে যায়। এলাকায় একদিনে রেকর্ড ৩৮১ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা গত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ!

টানা বৃষ্টিতে ভেসে গেছে তাঁবু, কাঠের ঘর, আর শিশুরা আশ্রয় নেওয়ার সুযোগও পায়নি। এখন পর্যন্ত ২৩৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। নিহতদের মধ্যে কমপক্ষে ৫ জন হিউস্টনের বাসিন্দা। অনেকে আশঙ্কা করছেন, নিখোঁজদের অনেকেই আর বেঁচে নেই।

লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক বলেছেন: এটা আমাদের জন্য এক ভয়াবহ মানবিক বিপর্যয়। তবু আমরা আশা করছি, নিখোঁজদের কেউ কেউ আশ্রয় নিতে পেরেছে।

রাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবট জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ড্রোন, হেলিকপ্টার, নৌকা আর উদ্ধারকর্মীদের নিয়ে চলছে মরিয়া উদ্ধার অভিযান। গভর্নর বলেন, এই মুহূর্তে আমাদের একমাত্র অগ্রাধিকার—জীবন রক্ষা। প্রতিটি নিখোঁজ শিশুকে খুঁজে বের করাই এখন আমাদের লক্ষ্য।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top